তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ভুয়ো বার্থ সার্টিফিকেট জারির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গিরা তৃণমূলের ভোটার। এমনকী পশ্চিমবঙ্গে এসে ভিনরাজ্যের পুলিশ জঙ্গিদের গ্রেফতার করে নিয়ে যাওয়ায় রাজ্য পুলিশকে তীব্র কটাক্ষ করেন তিনি।
শুভেন্দুবাবু বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানের জঙ্গিরা তৃণমূলের ভোটার। জাভেদ মুন্সি বিস্ফোরক বানায় সেও তৃণমূলের ভোটার। তাদের ধরেছে বাইরের রাজ্যের পুলিশ। পশ্চিমবঙ্গের পুলিশ ব্যস্ত বিজেপির হিন্দু নেতাদের ভুয়ো মামলা দিতে।’
সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশিদের কাছ থেকে পুলিশ আধিকারিকরা যে বার্থ সার্টিফিকেট উদ্ধার করেছেন তার বেশিরভাগই উত্তর ২৪ পরগনার বারাসত লাগোয়া তৃণমূল পরিচালিত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে জারি করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। ইতিমধ্যে সেই সব বার্থ সার্টিফিকেট কোন নথির ভিত্তিতে জারি করা হয়েছে তা জানতে চেয়ে পঞ্চায়েত প্রধানকে চিঠি দিয়েছে পুলিশ। সেই চিঠির জবাব দিয়ে পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এই বার্থ সার্টিফিকেটগুলি পঞ্চায়েত থেকে জারি হয়নি।
বলে রাখি, গত লোকসভা ভোটের আগে বারাসত লাগোয়া হাবরা ১ নম্বর ব্লকের পৃথিবা এলাকায় তৃণমূলের এক সভায় দলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাস বলেন, 'আর বাকি তিন মাস। আর তিন মাস বাদেই আমাদের লড়াই লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আপনার সবাই দেখেছেন যে তিন মাসের মধ্যেই হবে লোকসভা নির্বাচনের ঘোষণা হবে। এখন ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছে। এই এলাকায় অনেক বাংলাদেশি আছেন। যদি ভোটার তালিকায় নাম তুলতে কোনও লিঙ্কের সমস্যা হয় তাহলে জাকির হোসেন সঙ্গে যোগাযোগ করুন। ওর ভালো লিঙ্ক আছে। নইলে এই অফিসে এসে যোগাযোগ করবেন। এই কাজটা অতিদ্রুত করবেন। কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকে।'