কলকাতা লাগোয়া বাগুইআটিতে চলন্ত বাসে মৃত্যু হল এক যাত্রীর। সোমবার সকালে কাজি নজরুল ইসলাম সরণির জোড়া মন্দির এলাকায় ঘটনাটি ঘটে। হাসপাতালে নিয়ে গেলে ২৬ বছরের ওই যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে বাগুইআটি থানার পুলিশ।
বাসের কন্ডাক্টর জানিয়েছেন, এদিন সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ তেঘরিয়া - হাওড়া ময়দান মিনিবাসে ওঠেন ওই যুবক। স্ট্যান্ড থেকেই বাসে ওঠেন তিনি। বাসে উঠে একেবারে পিছনের আসনে গিয়ে বসেন। দমদম পার্ক নামবেন বলে টিকিটও কেটে ফেলেন। ততক্ষণ স্বাভাবিক ছিলেন যুবক। বাস চলতে শুরু করতেই ঘামতে থাকেন যুবক। কিছুক্ষণের মধ্যে তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এরই মধ্যে জ্ঞান হারিয়ে বাসের সিট থেকে পড়ে যান তিনি।
সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করান বাসচালক। সামনে থাকা ট্রাফিক সার্জেনকে ঘটনার কথা বলেন তিনি। ট্রাফিক সার্জেন ও সহযাত্রীরা যাত্রীকে উদ্ধার করে জোড়া মন্দির এলাকায় একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতের নাম সুরজিৎ নন্দী। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।