বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > সরকারি চাকরির নামে হেনস্থা,অভিযোগ প্রত্যাহার করতে তরুণীকে ‘চাপ’ মন্ত্রীর স্ত্রীর
পরবর্তী খবর
রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বিরুদ্ধে পুলিশে হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন সবিতা লায়েক নামক এক তরুণী। তরুণীর অভিযোগ ছিল, কারিগরি শিক্ষা দফতরে অস্থায়ী চাকরি দেওয়ার নামে তাঁকে দিয়ে কসবায় নিজের বাড়িতে পরিচারিকার কাজ করাতেন মন্ত্রী। এই আবহে এবার পুলিশে দায়ের করা এই লিখিত অভিযোগ প্রত্যাহার করতে তরুণীর উপর চাপ সৃষ্টির অভিযোগ উঠল হুমায়ুনের স্ত্রী অনিন্দিতা দাস কবীরের বিরুদ্ধে। পাশাপাশি নাম উঠেছে ডেবরার ব্রাহ্মণশ্মশান গ্রামের স্থানীয় কিছু তৃণমূল নেতারও। এই ব্রাহ্মণশ্মশান গ্রামেরই বাসিন্তা অভিযোগকারী সবিতা। যদিও সবিতার যাবতীয় অভিযোগ উড়িয়েছেন মন্রীা হুমায়ুন কবীর। (আরও পড়ুন: রাজ্যসভায় যাচ্ছেন সৌরভ পত্নী ডোনা? জল্পনার মাঝে মুখ খুললেন দিলীপ ঘোষ)