ফের কলকাতা লাগোয়া এলাকায় ধর্ষণের চেষ্টার অভিযোগ। এবার গভীর রাতে মদ্যপানের আসরে তরুণীকে ধর্ষণের চেষ্টা ব্যায়ামবিদের বিরুদ্ধে। বাধা দিতে গিয়ে আহত তরুণীর ২ বন্ধু। এই ঘটনা দমদম বিমানবন্দর লাগোয়া মাইকেলনগরের। এই ঘটনায় রবিবার ভোর রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগকারিনীর দাবি, সোশ্যাল মিডিয়ায় মাইকেলনগর এলাকার ওই ব্যায়ামবিদের সঙ্গে পরিচয় তাঁর। শনিবার সেই ব্যায়ামাগারে যান তিনি। সঙ্গে ছিলেন তাঁর আরও ২ বন্ধু। ব্যায়ামাগারের ওপরেই থাকেন অভিযুক্ত ব্যায়ামবিদ। ব্যায়াম করে তাঁর ফ্ল্যাটে আড্ডা দিতে যান তাঁরা। সেখানে বসে মদ্যপানের আসর। গভীর রাতে হঠাৎই ওই ব্যায়ামবিদ তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। তরুণী বাধা দিলে তাঁকে মারধর শুরু করেন ওই যুবক। তরুণীকে বাঁচাতে অভিযুক্তকে বাধা দেন তাঁর সঙ্গে থাকা ১ পুরুষ ও ১ মহিলা বন্ধু। ২ জনকেই আক্রমণ করেন অভিযুক্ত। হামলায় তরুণীর সঙ্গে থাকা পুরুষ বন্ধুটি জ্ঞান হারান। এর পর ওই বন্ধুকে রেখেই কোনও ক্রমে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন তাঁরা। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর পর বিমানবন্দর থানায় গিয়ে ব্যায়ামবিদের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন তরুণী। তবে এলাকাটি নিউ ব্যারাকপুর থানার অন্তর্ভুক্ত হওয়ায় বিষয়টি তাদের জানানো হয়। নিউ ব্যারাকপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে।
তরুণী জানিয়েছেন, মত্ত অবস্থায় তাঁর ও তাঁর বন্ধুদের ওপর হামলা চালিয়েছেন অভিযুক্ত। দরজা বন্ধ থাকায় প্রথমে পালাতে পারেননি তাঁরা। বন্ধুরা প্রতিরোধ না গড়লে আরও বড় কোনও বিপদ হতে পারত বলে জানিয়েছেন তিনি।