পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে ভারতে লুকিয়ে থাকা বাংলাদেশিদের লাগাতার পুশব্যাকের মধ্যেই মুর্শিদাবাদে ধরা পড়ল ৩ বাংলাদেশি। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকার কুতুবপুর ঘাট থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পরিযায়ী শ্রমিকের কাজ করতে সোমবার ওই ৩ জনসহ আরও বেশ কয়েকজন নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করেছেন। ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর আদালতে পেশ করবে পুলিশ।পুলিশ সূত্রে খবর, কুতুবপুর ঘাট দিয়ে বাংলাদেশি অনুপ্রবেশের খবর পেয়ে সেখানে পৌঁছন আধিকারিকরা। সেখান থেকে মেজবাউল হক, জাহাঙ্গির, সাইফুল ইসলাম নামে ৩ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। জেরায় ধৃতরা দাবি করেছে, পরিযায়ী শ্রমিকের কাজ করতে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা।বলে রাখি, দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে বুধবার রাস্তায় নামতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করে বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে। আর ঠিক তার আগের দিন সীমান্ত পার করতেই ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল তাঁরই পুলিশ।