বড়দিনের রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে একটি বলেরো গাড়ি পথচলতি মানুষকে ধাক্কা মারার পর ধাক্কা মারে একটি দোকানে। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। এছাড়াও ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের গুসকরার ধাড়াপাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বেশ কিছুক্ষণ যানজট দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বেঙ্গালুরুতে পথ দুর্ঘটনায় নিহত সফটওয়্যার কোম্পানির CEO সহ পরিবারের ৬
জানা যাচ্ছে, মৃতদের নাম কালীপ্রসাদ পাল ও শ্রীমন্ত দাস। এরমধ্যে শ্রীমন্তের বাড়ি হল গুসকরা এলাকার বাসিন্দা। অন্যদিকে, কালীপ্রসাদের বাড়ি ভেদিয়ায়। এই ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে বাকি দুজনের চিকিৎসা চলছে গুসকরা হাসপাতালে। উৎসবের রাতে এরকম ভয়াবহ ঘটনায় শহরের পথ নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।
জানা গিয়েছে, বড়দিন উপলক্ষে ওই এলাকায় প্রতিবছরের মতো এবারও বেশকিছু কেকের দোকান বসেছিল। সেখানে বেশ কিছু মানুষ কেক কিনতে এসেছিলেন। সেই মুহূর্তে দ্রুতগতিতে ছুটে আসে একটি বোলেরো গাড়ি। এরপর গাড়িটি একেরপর এক পথচারীদের ধাক্কা মারতে থাকে। কেকের দোকানে দাঁড়িয়ে থাকা লোকজনকে ধাক্কা মারে। শেষে একটি মুদির দোকানে গিয়ে ধাক্কা মারে। এরফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা তড়িঘড়ি হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, গাড়ির গতি এতটাই ছিল যে বলে বোঝানো যাবে না। তাঁর দাবি, গাড়িটি রকেটের গতিতে এগিয়ে আসছিল। সামনে যাকে পেয়েছে ধাক্কা মেরে চলে গিয়েছে। মৃতদের মধ্যে একজন দোকানে কেক কিনতে গিয়েছিলেন। তাকে পিষে দিয়েছে গাড়িটি। স্থানীয়দের দাবি, গাড়িতে যারা ছিল তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল। গাড়ির ভিতরেও মদের বোতল পাওয়া গিয়েছে। গাড়িটি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রায়ই গাড়ি দ্রুত গতিতে চলাচল করে। বলেও কোনও লাভ হয় না। ঘটনায় পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।