দুই কলেজের ছাত্র সংসদের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মহাবিদ্যালয়ের ক্যাম্পাস। শিক্ষাঙ্গনে ভাঙচুর, মারধর, রক্ত ঝরা কিছুই বাদ থাকল না। ঘটনায় দুপক্ষের ১২ জন ছাত্র আহত হয়েছেন। এর মধ্যে মাথা ফেটেছে বেশ কয়েকজনের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শুক্রবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজে। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: JNU তাণ্ডবে পুলিশের হাতে 'গুরুত্বপূর্ণ সূত্র', গঠিত অনুসন্ধান কমিটি
জানা যায়, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য বেলদা কলেজে সিট পড়েছিল খড়গপুর কলেজের পড়ুয়াদের। আজ পরীক্ষার শেষেই ঘটে বিপত্তি। অভিযোগ, খড়গপুর কলেজের পরীক্ষার্থীরা বেলদা কলেজের ছাত্র সংসদের সদস্যদের ওপর চড়াও হয় এবং তৃণমূল ছাত্র পরিষদের অফিসে ভাঙচুর চালায়। ঘটনায় ইউনিয়নের একাধিক চেয়ার ভাঙচুর করা হয়।
জানা যাচ্ছে, ঘটনার সূত্রপাত হয়েছিল বৃহস্পতিবার।মোবাইল নিয়ে পরীক্ষার হলে ঢোকা নিয়ে গতকাল বেলদা কলেজ এবং খড়গপুর কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে ঝামেলা বাঁধে। পরিস্থিতি সামাল দিতে সেই সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। সেই সময়কার মতো সমস্যার সমাধান হলেও আজ পরীক্ষার শেষে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি কলেজের পড়ুয়ারা। হাতাহাতি, মারামারিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। ঘটনায় বেশ কয়েকজনের মাথা ফাটে। তাদের বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
এদিকে, বেলদা কলেজের ছাত্র সংসদের তৃণমূলের ইউনিয়ন অফিসও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ এবং বেলদা এসডিপিও রিপন বাউল। এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেলদা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান তুহিন কান্তি দাস এ বিষয়ে খড়গপুর কলেজের পরীক্ষার্থীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং টিম এসে পরীক্ষার্থীদের অসৎ উপায় অবলম্বন করার বিষয়গুলি চিহ্নিত করেছে। তারপরে পরীক্ষার্থীরা এরকম করেছেন। কলেজের সম্পত্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনার পরে স্থানীয় থানার ওসি এবং এসডিপিও এসেছেন। তিনি বলেন, ‘পুরো ঘটনার বিষয়ে আমাদের কলেজের অধ্যক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটিই সিদ্ধান্ত নিতে পারবে। কলেজ কর্তৃপক্ষের কিছু করার নেই। তবে পুলিশকে লিখিতভাবে এ বিষয়ে জানানো হবে। পুলিশ আশ্বস্ত করেছে যে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’