বিএসএফের সঙ্গে পাচারকারীদের গুলি বোমা সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল সীমান্ত। এই ঘটনায় দুপক্ষের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক গরু পাচারকারীর। মৃতের নাম মমিনুল ইসলাম। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার সরকারপাড়া এলাকায় ভারত–বাংলাদেশ সীমান্তে। মমিনুল ইসলামের বাড়ি জলঙ্গী থানার জিন্নাত পাড়া এলাকায়। এদিন দুপক্ষের সংঘর্ষ কার্যত রণক্ষেত্র চেহারা নেয় সীমানা।
আরও পড়ুন: বিএসএফের গুলিতে মৃত যুবকের পরিবারের সঙ্গে দেখা করে বিজেপি আক্রমণ উদয়নের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে ওই এলাকায় গুলি চালানোর পাশাপাশি বোমাবাজির শব্দ শুনতে পান স্থানীয়রা। সকাল হতেই তাঁরা জানতে পারেন বিএসএফের সঙ্গে পাচারকারীদের সংঘর্ষ হয়েছে। কয়েকজন গরু পাচারকারী কাঁটাতার টপকে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় তা বিএসএফের জওয়ানদের চোখে পড়ে। তারা পাচারকারীদের বাধা দিলে তারা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি বোমাবাজি করে। তখন পালটা গুলি চালায় বিএসএফ। যদিও বিএসএফের তরফে যা হয়, প্রথমে রাবার গুলি চালিয়ে পাচারকারীদের আটকানোর চেষ্টা করে তারা। কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। জওয়ানদের ছোড়া গুলিতে মৃত হয় মমিনুলের। পরে তাঁকে সকালে সাধিখারদিয়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।