নদিয়ায় পুলিশি অভিযানে ধরা পড়ল ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার হাঁসখালি থানা এলাকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছেন পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশিরা গত তিন বছর আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল। দালালদের মাধ্যমে তৈরি করেছিল ভারতীয় নথিপত্র। এরপর কর্মসূত্রে ভারতের বিভিন্ন রাজ্যের চলে গিয়েছিল তারা।
শনিবার সকালে হাঁসখালি থানার পুলিশ জানতে পারে যে অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল ওই অনুপ্রবেশকারীরা। সীমান্তে পৌঁছানোর আগেই হাঁসখালি থানার পুলিশ ওই ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। জানা গেছে, ৭ জনের মধ্যে তিন জন মহিলা। শনিবার ধৃতদের রানাঘাট আদালতে পেশ করা হয়। ধৃতদের হেফাজতে চেয়ে আবেদন করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাদের সাহায্যে ধৃতরা ভারতে অনুপ্রবেশ করেছিল তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
গত বছর অগাস্টে বাংলাদেশে নৈরাজ্যের পরিবেশ তৈরি হওয়ার পর থেকেই অনুপ্রবেশকারীদের ধরতে বিশেষ তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলি। নদিয়া জেলা থেকে গ্রেফতার হয়েছে কয়েক শ অনুপ্রবেশকারী। কিন্তু তার পরেও অবৈধভাবে সীমান্ত পারাপার রোখা যাচ্ছে না।