জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গলের মাহাত্ম্যই আলাদা। এদিকে, জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৫ এ লেখা সংখ্যাগুলি যোগ করলে তার মূলাঙ্ক দাঁড়াচ্ছে ৯। আর এই ৯ সংখ্যাই হল মঙ্গলের সংখ্যা।ফলে মনে করা হচ্ছে, গোটা ২০২৫ সাল জুড়ে থাকবে মঙ্গলের কৃপা। মঙ্গলের কৃপার ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। সেনাপতি মঙ্গলের প্রভাবে পর পর রাশির জাতক জাতিকারা সুসময়ের মুখ দেখবেন। মঙ্গলের উপর শাসন রয়েছে বজরংবলির। ফলে লাকি রাশিগুলি বজরংবলির কৃপাও পাবে। দেখা যাক, লাভ কাদের কাদের।
মেষ
এই রাশির জাতক জাতিকার জন্য ভালো সময় কাটতে চলেছে মেষ রাশিতে। এই রাশিতে আত্মবিশ্বাস আর সাহস হু হু করে বাড়তে থাকবে। বহু ক্ষেত্র থেকে অপার ধন সম্পত্তি লাভ করতে থাকবেন। মঙ্গলের কৃপায় আপনি চাকরিতে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে বালো হবে। অনেকটা সঞ্চয় করতে পারবেন।
কর্কট
যেহেতু ২০২৫ সাল মঙ্গলের কৃপাধন্য বছর, তাই কর্কট লাভের মধ্যে থাকবেন এই সময়ে। নিজের স্বস্তির জায়গা তৈরি করে নিয়ে করবেন কাজ। তবে সেখান থেকে বেরিয়েও কঠিন পরিস্থিতির মধ্যেও এঁরা সফল হতে থাকবেন। এঁদের জীবনে নানান ধরনের পরিবর্তন দেখতে পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা। চাকরি হোক বা অন্য কোনও কাজ, লাভ আপনিই পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে।
( 2025 long Weekends List: ২০২৫ সালে লম্বা উইকেন্ডের ছড়াছড়ি! ছুটি উপভোগ করতে রইল তারিখের লিস্ট)
সিংহ
মঙ্গলের কৃপায় খুশি, আনন্দের মধ্যে প্রভাব ফেলবে। ২০২৫ সাল সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী হবে। উন্নতির যোগ রয়েছে সব দিক থেকে। ব্যক্তিগত রূপ থেকে আপনি বহু লাভ পাবেন। ব্যবসার দিক থেকেও আপনি প্রভূত উন্নতির মুখ দেখবেন। আপনি নিজের কাজে খুব উন্নতি করবেন। তবে নিজের যত্নও নিতে হবে আপনাকে। আত্মমন্থন করে নিজেকে আরও উন্নত করতে পারবেন।
কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকার উপর মঙ্গলের বিশেষ কৃপা থাকবে। জীবনে নানান দিক থেকে খুশি আনন্দ হবে। জীবনে নানান রকমের আনন্দ উঠে আসবে। বহু দিমের ঝগড়া শেষ হবে। দাম্পত্য জীবন দারুন ভালো কাটবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো যাবে। স্বাস্থ্য আগের থেকে ভালো কাটবে। বহু দিনের পরিশ্রম এবার সাফল্য পাবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )