বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে প্রতিটি গ্রহই নিশ্চিত সময় পর পর নিজের অবস্থান পাল্টে ফেলে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে তাঁদের কঠিন সময়ও তৈরি হয় গ্রহদের অবস্থানের জেরে। সূর্য খুব শিগগিরই অগস্ট মাসে যাচ্ছেন মঘা নক্ষত্রে। এই ঘটনা ঘটবে ১৭ অগস্ট। ফলত সেই দিন সূর্যের নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কোন কোন রাশি লাভ পাবে, তা দেখা যাক।
বৃশ্চিক
আপনাদের জন্য সূর্যদেবের এই কর্মসূচি খুবই ফলদায়ী হবে। এই সময় আপনি ভাগ্যের পুরো সঙ্গত পাবেন। এই সময় আপনার মান সম্মান আর প্রতিষ্ঠা প্রাপ্তি হবে। বিদ্যার্থীদের জন্য এই সময় খুবই লাভদায়ী হবে। অনেকেই উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে সাফল্য পাবেন। যে দম্পতিরা সন্তানের সুখ পেতে চান, তাঁরা এই সময়ে তা পাবেন। যাঁরা চাকরি করছেন, তাঁরা প্রতিভাকে আরও বেশি তুলে ধরার সুযোগ পাবেন। আপনি নিজের কেরিয়ারকে নিয়ে অনেক বেশি সিরিয়াস হবেন এঁরা।
কর্কট
এই সময়ে আপনার রোজগারের নতুন নতুন রাস্তা খুলে যাবে। আপনি পাবেন গাড়ি বা সম্পত্তির সুখ। ব্যবসায় আপনার তুমুল লাভ হবে। এই সময় প্রতিটি ক্ষেত্রে পাবেন লাভ। পাবেন সহযোগিতা। চাকরি আর ব্যবসায় উন্নতি হবে। কোথাও দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারেন। টাকার সেভিং এই সময় হতে পারে।
সিংহ
সূর্যদেবের নক্ষত্র পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকার জন্য বেশ লাভদায়ক হতে পারে। আর্থিক পরিস্থিতি ভালোর দিকে যাবে। বিনিয়োগ থেকে আপনি লাভ পেতে পারেন। এই গোচর সন্তানের দিক থেকেও শুভ। যাঁরা সন্তানের সুখ পেতে চাইছেন, তাঁরা হবেন লাভবান। চাকরিরতরা তাঁদের কাজের জন্য পরিচিতি পাবেন। কাজের দিক থেকে খুবই সম্মান পাবেন। আপনি ভালো আর্থিক লাভ পেতে পারেন।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )