জ্যোতিষশাস্ত্র অনুসারে শুক্রদেবের নতুন বছরে রয়েছে নক্ষত্র গোচর। এই নক্ষত্র গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকার ওপর প্রভাব পড়তে চলেছে। প্রভাব পড়ে দেশ দুনিয়ার নানান দিকে। বেশ কিছু জাতক জাতিকার জীবনেও শুক্রের এই নক্ষত্র গোচরের প্রভূত প্রভাব পড়বে। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, আসন্ন সময়ে শুক্রের গোচরের ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন? জেনে নিন, কবে রয়েছে শুক্রের নক্ষত্র গোচর।
মেষ
সব কাজে পাবেন সাফল্য। ধনলাভের প্রবল যোগ রয়েছে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনও কাজ এই সময় সম্পন্ন হতে পারে। সমাজে মান সম্মান বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন। সন্তানের তরফ থেকে সমস্যা কিছু থাকলে, তা কেটে যাবে। সম্পর্ক ভালো হবে। পড়ুয়াদের জন্য সময় ভালো।
মিথুন
এই জাতক জাতিকারা সব ক্ষেত্র থেকে লাভবান হবেন। বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। উচ্চশিক্ষা পেতে বিদেশ যাওয়ার যোগ পাবেন অনেকে। কারোর বিয়ের প্রস্তাব আসতে পারে। মা বাবা ও শিক্ষকের আশীর্বাদে বড় কোনও সাফল্য আসতে পারে। আধ্যাত্মের দিকে আপনার ঝোঁক বাড়বে। দান ও পূণ্য করতে পারবেন। ভাইবোনদের সঙ্গে সময় কাটাতে পারবেন। আত্মবিশ্বাস বাড়বে।
সিংহ
সঙ্গীর সহযোগিতা পাবেন সব দিক থেকে। ব্যবসায় খুব লাভ হবেয যে বিনিয়োগকারীরা ব্যবসার জন্য অংশীদার খুঁজছেন, তাঁরা পাবেন লাভ। সব দিক থেকে সাফল্য পাবেন। কর্মস্থলে সময় ভালো কাটবে। আপনার ব্যক্তিত্বের উজ্জ্বলতা বাড়বে।
কবে রয়েছে শুক্রের গোচর?
বেশি দেরি নেই। আগামী ১৭ জানুয়ারি ২০২৫-এই রয়েছে শুক্রের গোচর। সেদিন সকাল ৭ টা ৫১ মিনিটে গুরুর নক্ষত্র পূর্বভাদ্রপদে প্রবেশ করবেন শুক্র। যার প্রভাবে লাভ পাবেন বহু রাশির জাতক জাতিকারা।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)