বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, খুব শিগগিরই ধন সম্পত্তির দাতা শুক্র তৈরি করবেন মালব্য রাজযোগ। শুক্রের অবস্থানের কৃপায় বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। এই রাজযোগ শুক্র গ্রহকে নিজের উচ্চ রাশি মীনে গোচর করার ফলে বহু রাশিকে সৌভাগ্যের সুযোগ করে দেবে। এরফলে ধন দৌলতের প্রাপ্তি হবে। দেখা যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা লাভে মুখ দেখতে চলেছেন।
বৃষ
বৃষ রাশির স্বামী গ্রহ হলেন শুক্র। এই সময় আপনার আয়ে বিপুল বৃদ্ধি হতে পারে। এরফলে নতুন নতুন উৎস থেকে রোজগারের রাস্তা তৈরি হবে। এই সময় কোনও সম্পত্তি বা গাড়ি কিনতে পারেন। আসন্ন সময়ে কারোর সঙ্গে দেখা হতে পারে। তাঁর সঙ্গে দেখা হওয়ার পরই আপনার নানান রকমের উন্নতি হতে পারে। এই সময় যাঁদের সন্তান প্রাপ্তির ইচ্ছা রয়েছে, তাঁরা আপনারা সন্তান লাভ করতে পারেন। পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। সন্তানের উন্নতিও এই সময় শুরু হবে।
( কারা মুক্তিযোদ্ধা? লিস্ট যাচাই করবে ইউনুস সরকার, ‘অমুক্তিযোদ্ধাদের' স্বেচ্ছায় নাম প্রত্যাহারের ডাক অন্তর্বর্তী সরকারের)
ধনু
এই মালব্য যোগ ধনু রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ী হবে। আপনার সুখ সুবিধা হু হু করে বাড়তে পারে। এই সময় যদি গাড়ি বা বাড়ি কেনার বিষয়ে ভেবে থাকেন, তাহলে তা পেতে পারেন। এই সময় পৈতৃক সম্পত্তি পেতে পারেন। আয়ে মুনাফা পেতে পারেন। কেরিয়ারে একের পর এক লাভ পেতে পারেন। সাফল্য আসতে পারে। টাকা এই সময় ভালোই সঞ্চয় করতে পারবেন।
( ‘ভারত বিরোধী কাজে আমাদের জমি ব্যবহার হতে দেব না’, হামবানতোতা বন্দরে চিনের আনাগোনা নিয়ে বার্তা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের)
( মুজিবকে হত্যা করে ‘স্বাধীনতার পক্ষের সৈন্যরা.. কেন করেছে?' উত্তরে ভারত বিরোধিতার সুর চড়ালেন বাংলাদেশের জামায়েত নেতা)
কুম্ভ
কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য মালব্য যোগ খুবই লাভদায়ী। এই সময় আপনার কাছে হঠাৎ হঠাৎ করে আকস্মিক ধনলাভ হবে। মান সম্মান এই সময় বাড়তে থাকবে। আপনার মন আনন্দে ভরে উঠবে। আপনার দিকে আকৃষ্ট হবেন মানুষ। আপনার নতুন বন্ধু তৈরি হবে। আপনার ব্যক্তিত্ব প্রভাব ফেলবে অনেকের জীবনে। আটকে থাকা টাকা ফেরত পাবেন, আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো অবস্থানে থাকবে।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)