সুখের কারক গ্রহ শুক্র। ১৮ এপ্রিল মেষ রাশিতে উদয় হয়েছে এই গ্রহ। আগামী ৬১ দিন পর্যন্ত শুক্র উদয় থাকবে। এই সময় কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ। শুক্র উদয়ের পরই বিবাহ, গৃহ প্রবেশ-সহ মাঙ্গলিক কাজ শুরু হয়। এখানে জানুন কোন কোন রাশির জন্য শুক্র উদয় এই রাশির জাতকদের জন্য আগামী দিন অত্যন্ত শুভ থাকবে।মেষআর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।আর্থিক লাভ হবে।বিবাহ যোগ সৃষ্টি হবে।বৃষশুক্র উদয়ের ফলে বৃষ রাশির জাতকদের ভাগ্য পরিবর্তন হতে পারে।ঘর ও গাড়ি কেনার যোগ রয়েছে।মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি হবে।চাকরির নতুন সুযোগ লাভ করবেনকর্কটশুক্র উদয়ের সময়টি আশীর্বাদের চেয়ে কিছু কম নয়।নতুন কাজ শুরুর জন্য সময় খুব ভালো।ধন লাভ হবে।লগ্নির জন্য সময় ভালো।চাকরিতে পদোন্নতির যোগ রয়েছেসিংহচাকরি ও ব্যবসার জন্য সময় খুব ভালো।সকলের সহযোগিতা লাভ করবেন।দীর্ঘ দিনের সমস্যা থেকে মুক্তি পাবেন।তুলাতুলা রাশির জাতকদের জন্য সময় শুভ।চাকরি-ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে।দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে।মান-সম্মান বাড়বে।ধনুস্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।মান-সম্মান ও পদ-প্রতিষ্ঠা বাড়বে।পারিবারিক জীবনে সুখ থাকবে।আর্থিক পরিস্থিতি মজবুত হবে।মকরকাজে সাফল্যের যোগ সৃষ্টি হচ্ছে।নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারেন।সময় শুভ থাকবে।