ভাই ফোঁটা বা ভাই দুজে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার রীতি প্রচলিত আছে। বাংলায় এদিন বোনেরা নিজের ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন। বাংলার বাইরে অন্যান্য জায়গায় রোলি, জাফরানের ফোঁটা দেওয়ার চল রয়েছে। এখানে জানুন ভাইয়ের রাশি মেনে কোন ফোঁটা দিলে ও মিষ্টি খাওয়ালে শুভ ফলে বৃদ্ধি হতে পারে।