২২ অগস্ট রাখি পূর্ণিমা। এদিন ভাইয়ের হাতে রাখি বেঁধে তাঁদের মঙ্গলকামনা করেন বোনেরা। তবে ভদ্রা ও রাহুকালে রাখি বাঁধা অশুভ। তাই এই দুটি সময়কাল এড়িয়ে যাওয়া উচিত। রাখির দিনে শুভক্ষণ দেখে ভাইকে রাখি বাঁধতে হয়। তবে অশুভ সময় এড়িয়ে যাওয়া উচিত। জানুন রাখি বাঁধার শুভ ও অশুভ সময়।এই অশুভ সময় ভুলেও বাঁধবেন না রাখিপঞ্জিকা অনুযায়ী সকাল ৬টা ১৬ মিনিট পর্যন্ত ভদ্রা থাকবে। তাই এ সময় রাখি বাঁধবেন না। কারণ ভদ্রাকালকে বিনাশকারী কাল বলা হয়। প্রচলিত আছে যে, ত্রেতাযুগে নিজের বোনের হাতে ভদ্রাকালেই রাখি বাঁধিয়ে ছিলেন রাবণ। পরে তাঁর সর্বনাশ হয়। তখন থেকেই ভদ্রাকালে রাখি বাঁধা হয় না। এ ছাড়া ২২ অগস্ট সন্ধেবেলা ৫টা ০৫ মিনিট থেকে সন্ধে ৬টা ৩৯ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে। তাই এ সময়ও রাখি বাঁধবেন না। কারণ রাহুকালে করা কোনও কাজই সফল হয় না।রাখি বাঁধার শুভক্ষণচলতি বছর রাখিতে একাধিক শুভযোগ সৃষ্টি হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের পাশাপাশি শোভন যোগ থাকবে এদিন। এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। এ ছাড়া সকালের দিকে মাতঙ্গ ও সর্বার্থ সিদ্ধি যোগ থাকা ২২ অগস্ট সকাল ১০টা ৩৪ মিনিট পর্যন্ত শোভন যোগ থাকছে।ধনিষ্ঠা নক্ষত্র থাকবে সন্ধে ৭টা ৪০ মিনিট পর্যন্ত।শোভন যোগে রাখি বাঁধার শুভ সময় সকাল ৬টা ১৬ মিনিট থেকে বেলা ১০টা ৩৪ মিনিট পর্যন্ত।এর পর মধ্যাহ্নে বৃশ্চিক লগ্নে দুপুর ১২টা থেকে ২টো ১২ মিনিট পর্যন্ত।কুম্ভ লগ্নে রাখি বাঁধার শুভ সময় সন্ধে ৬টা ০৬ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত।এই সময় ছাড়া রাহুকাল ও ভদ্রাকাল ছেড়ে যেকোনও সময় রাখি বাঁধা যাবে।য় এই দিন আরও শুভ।