
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হিন্দুশাস্ত্র অনুযায়ী, প্রতিটি তিথিরই একটি আলাদা গুরুত্ব রয়েছে। চতুর্থী তিথি উৎসর্গ করা হয়েছে, শ্রী গণেশদেবকে। অষ্টমী তিথিতে পুজো করা হয় দেবী দুর্গার। একাদশী তিথিতে বিষ্ণুর বিশেষ পুজো হয়। ত্রয়োদশীতে শিবের বিশেষ পুজো হয়।
রবিবার পড়েছে ত্রয়োদশী তিথি। আর এমন দিনে শিবপুজো করার সময়কাল রয়েছে। সাধারণত সোমবার পুজো করা হয় শিবের। আর তবে ২৫ জুন রবিবার শিব পুজো করার তারিখ পড়েছে।
এই বছর রবি প্রদোষ ব্রত ২৬ জুন পড়েছে। যে দিন এই ব্রত পড়ছে সেই দিনের নাম ধরে ব্রতের নাম স্থির হয়। যেহেতু এটি রবিবার পড়েছে, তাই এই ব্রতের নাম পড়েছে রবি প্রদোষ। দেখে নেওয়া যাক কোন সময়কালে এই ব্রত শুরু হচ্ছে।
ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে রাত ১.০৯ মিনিট থেকে, যা ভারতীয় সময় অনুযায়ী ২৬ জুন পড়ছে। আর তা শেষ হচ্ছে ২৭ জুন সোমবার রাত ৩.২৫ মিনিটে।
শিবপুজোর সময়কাল রবিবার ২৬ জুন শুরু হচ্ছে সন্ধ্যে ৭.২৩ মিনিট থেকে আর তা শেষ হচ্ছে ৯.২৩ মিনিটে।
প্রদোষকালে ভক্তরা মহাদেবের পুজো করেন। এই পুজোর মাধ্যমে দুষ্টের দমন শিষ্টের পালন করা হয়। অশুভকে জয় করার জন্য এই পুজো করা হয়। এই সময়কালে শিবপুজে করলে কেটে যায় শত্রুতা। কথিত রয়েছে এই সময়কালে নন্দীর পিঠে চড়ে অসুরদের হাত থেকে দেবতাদের উদ্ধার করেন শিব।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports