বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে জুলাই মাসেই রয়েছে নবপঞ্চম যোগ। জুলাইতে এই নবপঞ্চম যোগ ৭ জুলাই শুরু হচ্ছে। শুক্র স্বরাশি বৃষতে রয়েছেন। তিনি বৃষতে ২৬ জুলাই পর্যন্ত থাকছেন। এর মাঝে তিনি যেকোনও গ্রহের সঙ্গে যুতি তৈরি করতে পারেন। আর এবার শুক্র যমের সঙ্গে যুতি তৈরি করছেন। যম অর্থাৎ প্লুটো। এই দুই গ্রহের যুতিতে তৈরি হচ্ছে ৭ জুলাই নবপঞ্চম যোগ। আজ ৭ জুলাই ভোর ৬ টা ৩৬ মিনিটে এই যোগ শুরু হয়ে গিয়েছে। এই যোগের ফলে লাকি কারা? দেখে নিন।
মেষ
এই সময় বহু ভৌতিক সুখ সুবিধা পেতে পারেন। এই সময় মানসিক সুখ আর শারীরিক সুখেরও সময়। পারিবারিক সম্পর্ক ভালোর দিকে যাবে। সুখ আর শান্তির পরিবেশ ঘরে তৈরি হবে। আপনার কথাবার্তাও আগের থেকে অনেকটা বেশি আকর্ষণ করবে অনেককে। এই সময় পরিবারের সঙ্গে কোনও ব্যবসা শুরু করলে তার ভালো ফল পাবেন। শুক্রের গোচর আপনার আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো জায়গায় নিয়ে যাবে। পরিবারের সঙ্গত আপনাকে ভালো রাখবে। লটারি, শেয়ার মার্কেট থেকে টাকা পাওয়ার আশা রয়েছে। জীবনসঙ্গীর সঙ্গে ব্যবসা শুরু করলেও ফল ভালো হবে।
বৃশ্চিক
বহু দিন ধরে যদি বিয়েতে বাধা থাকে, তাহলে তা থেকে পাবেন মুক্তি। বেশ কিছু ক্ষেত্রে পাবেন আপার সাফল্য। আপনি পেতে পারেন আর্থিক লাভ। বিয়ে, দাম্পত্য তথা সামাজিক জীবনে আশাতীত লাভ পাবেন। আপনি পরিবারের সঙ্গে কোথাও ধার্মিক যাত্রায় যেতে পারেন। ব্যবসার পরিধি বাড়তে পারে। চাকরিরতদেরও সময় মন্দ নয়। যাঁরা অনেকদিন ধরে বহু কষ্ট সহ্য করছিলেন, তাঁরা পাবেন লাভ। আপনি টিম লিডার হিসাবে ভালো নাম করতে পারবেন।
মকর
এই সময় পাবেন প্রেম, বিলাসিতা, মানসিক শান্তি। বাড়িতে সুখ সুবিধা থাকা সত্ত্বেও যদি বহু দিন ধরে ঝগড়া, ঝামেলার পরিস্থিতি থাকে, তাহলে তা থেকে পাবেন মুক্তি। এবার জীবনে নতুন নতুন আনন্দ আসতে পারে। এই সময় প্রেম ও রোম্যান্সের দিক থেকে ভালো সময়। বিয়ের যোগ রয়েছে এই সময়। আপনার আয়ে বাধা আসতে পারে। আপনি যদি কোনও আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যান, তাহলে তা থেকে মুক্তি পাবেন। বন্ধুদের সঙ্গে ঝগড়া থামবে। পরিশ্রমের ফল পাবেন। শিক্ষা ক্ষেত্রে যাঁরা রয়েছেন, তাঁরা পাবেন লাভ।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )