জ্যোতিষ মত অনুসারে মঙ্গল নিজের স্বরাশি বৃশ্চিকে খুব শিগগিরই প্রবেশ করবেন। যার হাত ধরে তৈরি হবে রুচক রাজযোগ। এই রাজযোগ বহু রাশির ভাগ্যে সৌভাগ্যের বন্যা নিয়ে আসবে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। জ্যোতিষমতে এই রাজযোগকে মঙ্গলকারী রাজযোগ মনে করা হয়। এই রাজযোগ ধনসম্পত্তি ও উন্নতির দিক থেকে সুখ দিতে চলেছে বহু রাশির জাতক জাতিকাকে। দেখা যাক, তারফলে কারা কারা লাভ পাবেন।
বৃশ্চিক
মঙ্গল গ্রহ আপনার রাশির ষষ্ঠভবে সঞ্চরণ করছেন। আইনি কোনও ঝামেলাঝাঁটি থেকে এই সময় মুক্তি পেতে পারেন। এই সময় পেতে পারেন মানসিক শান্তি। এই সময় আপনার খুশি আনন্দে হু হু করে বৃদ্ধি হবে। সামাজিকতার দিক থেকেও আপনার চেনা জানা অনেক বাড়বে। অনেকের সঙ্গে সম্পর্ক আগের থেকেও ভালোর দিকে যাবে। আয় বৃদ্ধি হতে পারে। প্রমোশনের সুযোগ রয়েছে। আপনার টাকা পয়সার সেভিং হতে পারে।
কর্কট
মঙ্গল গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে কেরিয়ার আর ব্যবসার দিক থেকে লাভ দেবে। এই সময় কাজে ভালো সাফল্য পাবেন। চাকরিরতরা কোনও ভালো সংস্থায় আরও ভালো কোনও চাকরির সুযোগ পেতে পারেন। কাজের দিক থেকে ভালো সাফল্য আসবে। চাকরিরতদের অফিসে জুনিয়ার ও সিনিয়রদের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায়ীরা ভালো কোনও লাভ পাবেন। চাকরি ও ব্যবসায় আসবে উন্নতি। সামাজিক দিক থেকে পাবেন মান সম্মান।