মকর সংক্রান্তির ঠিক আগেই ১৩ জানুয়ারি মঙ্গল বৃষ রাশিতে মার্গী হবে, আর বুধ ধনু রাশিতে হবে মার্গী। মঙ্গলের মার্গী ও বুধের ধনু রাশিতে উদয় হওয়ার ফলে একাধিক রাশিতে তার সুপ্রভাব পড়তে শুরু করবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি সুফল পেতে চলেছে এই দুই গ্রহের গতিবিধিতে।