Lucky Zodiac Signs due to Auspicious Gochar: আর্থিক সমৃদ্ধির দিকে এগোবে ভাগ্য! মেষে গুরুর প্রবেশে লাভবান ৩ রাশি Updated: 09 Jun 2023, 08:19 PM IST Sritama Mitra ইতিমধ্যেই বৃহস্পতির গোচরের জেরে ৩ রাশির ভাগ্যে এসেছে উন্নতির ছোঁয়া। বহু দিক থেকে আর্থিক লাভ, প্রসিদ্ধি, সমৃদ্ধি বহু রাশির ছায়াসঙ্গী হয়ে উঠতে শুরু করেছে। কোন কোন রাশির সৌভাগ্য বৃহস্পতির কৃপায় জাগ্রত, দেখে নেওয়া যাক।