ভাই-বোনের অটুট ভালোবাসার প্রতীক হল রাখী বন্ধন উৎসব। এদিন বোন নিজের ভাইয়ের হাতে রাখী বাঁধেন। ভাইয়ের দীর্ঘায়ু, সাফল্য ও সমৃদ্ধির কামনা করেন বোনেরা। পাশাপাশি ভাইরাও নিজের বোনেদের হাতে রাখি পরিয়ে দেন।চলতি বছর রাখী কবে?হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়। চলতি বছর রবিবার, ২২ অগস্ট রাখী।রাখী বন্ধনের শুভক্ষণহিন্দু পঞ্জিকা অনুযায়ী ২১ অগস্ট সন্ধে ৩টে ৪৫ মিনিট থেকে শ্রাবণ মাসের পূর্ণিমা শুরু হবে। ২২ অগস্ট ৫টা ৫৮ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। উদয়া তিথিতে রাখী বন্ধন উৎসব পালিত হয়। ২২ অগস্ট উদয়া তিথি হওয়ার এদিনই রাখী বন্ধন হবে। রাখী বন্ধনের অপরাহ্নের সময় হল, ১টা ৪৪ মিনিট থেকে ৪টে ২৩ মিনিট পর্যন্ত।ভদ্রাকালে রাখী বাঁধা হয় না কেন?জ্যোতিষ মতে ভদ্রাকালে রাখী বাঁধা অশুভ। শাস্ত্র মতে রাহুকাল ও ভদ্রার সময় কোনও শুভ কাজ করতে নেই। ভদ্রাকালে রাখী না-বাঁধার জন্য একটি কাহিনির উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক ধারণা অনুযায়ী নিজের বোনের কাছ থেকে ভদ্রার সময় রাখী বাঁধিয়েছিলেন। এর এক বছরের মধ্যে রাবণের বিনাশ হয়। তাই ভদ্রাকালে কখনও রাখী বাঁধতে নেই। আবার অন্য দিকে ভদ্রা শনির বোন। ভদ্রাকে ব্রহ্মা অভিশাপ দেন যে, যে ব্যক্তি ভদ্রার সময় শুভ কাজ করবে, তার অশুভ ফলাফলই লাভ করবে। এ ছাড়াও রাহুকালেও রাখী বাংধতে নেই।