হিন্দুশাস্ত্রে প্রতিটি পূর্ণিমা তিথিই খুবই গুরুত্বপূর্ণ। বাংলা নববর্ষের আগে চৈত্র মাসের শেষ পূর্ণিমা আসতে চলেছে। কখন থেকে শুরু হচ্ছে এই পূর্ণিমা তিথি? তা নিয়ে রয়েছে বহু জল্পনা। এই পূর্ণিমা তিথিতে পড়ছে হনুমান জয়ন্তীও। সেই জায়গা থেকে ২০২৫ সালের চৈত্র সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যা, চৈত্র পূর্ণিমার তিথি সহ স্নান ও দানের সময়কালও।
চৈত্র পূর্ণিমা তিথি:-
চৈত্র পূর্ণিমার তিথি পড়ছে ১২ এপ্রিল। এই তিথি পড়ছে শনিবার। সেদিন ভোররাত ৩ টে ২১ মিনিট থেকে শুরু হবে তিথি। পূর্ণিমা তিথি শেষ হবে ১৩ এপ্রিল। অর্থাৎ তিথি শেষ হচ্ছে ১৩ এপ্রিল রবিবার। সেদিন ভোর ৫ টা ৫১ মিনিটে তিথি শেষ। ফলত, এই পূর্ণিমা পালিত হবে শনিবার। সেদিনই রয়েছে হনুমান জন্মজয়ন্তী। শাস্ত্রমতে বলা হচ্ছে, পূর্ণিমা উপবাস থাকলে চন্দ্রোদয়ের সময়ও গুরুত্বপূর্ণ। চৈত্র পূর্ণিমা ২০২৫র তিথিতে চন্দ্রোদয় সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে।
দৃক পঞ্চাঙ্গ অনুসারে সমস্ত পূর্ণিমা তিথিই খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে বহু উৎসব পালিত হয়। গত পূর্ণিমায় ছিল গুড়ি পাড়ওয়া ও উগাড়ির মতো উৎসব। আর চৈত্রের পূর্ণিমায় রয়েছে হনুমান জয়ন্তী। হিন্দু মান্যতা অনুসারে এই দিনে শ্রীবিষ্ণুকে ও দেবী লক্ষ্মীকে পুজো করা হয় এই দিনে। মনে করা হয় এই দিনে স্নান ও দানেরও মান্যতা রয়েছে। দেখা যাক, পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্ত, স্নান ও দানের মান্যতা।
( মুম্বই হানায় ‘মৃত্যু হয় ৬ মার্কিনির, সন্ত্রাস মোকাবিলায় আমেরিকা, ভারত একসঙ্গে..’, তাহাউর নিয়ে মুখ খুলল ওয়াশিংটন)
( Tahawwur Rana Update: ‘ন্যায়বিচারের দিকে…’, শিকল বেঁধে তাহাউরকে ভারতের হাতে তুলে দেয় আমেরিকা! আজ শুরু জেরা)
( মুম্বই হানায় ‘মৃত্যু হয় ৬ মার্কিনির, সন্ত্রাস মোকাবিলায় আমেরিকা, ভারত একসঙ্গে..’, তাহাউর নিয়ে মুখ খুলল ওয়াশিংটন)
ব্রহ্ম মুহূর্ত:-
চৈত্র পূর্ণিমা ২০২৫ সালের ব্রহ্ম মুহূর্ত ভোর ৪ টে ২৯ মিনিট থেকে শুরু হচ্ছে। আর তিথি শেষ হচ্ছে ৫ টা ১৪ মিনিটে। বিজয় মুহূর্ত সেদিন দুপুর ২.৩০ মিনিট থেকে শুরু হবে। তিথি শেষ হবে বিকেল ৩ টে ২৫ মিনিটে। গোধূলী মুহূর্ত শুরু হবে সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে, তিথি শেষ হবে সন্ধ্যা ৭ টা ০৬ মিনিটে। নিশিত মুহূর্ত সন্ধ্যা ১১ টা ৫৯ মিনিটে শুরু হবে, আর তা শেষ হবে ১২ টা ৪৪ মিনিটে।