আসন্ন চৈত্র পূর্ণিমায় একগুচ্ছ রাজযোগের ফলে শুভ ফল পেতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা।
চৈত্র পূর্ণিমা ২০২৫ য় বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
১২ এপ্রিল ২০২৫ এ রয়েছে চৈত্র পূর্ণিমা। এদিকে,বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে এই সময়কালে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই সময় পঞ্চগ্রহী, লক্ষ্মীনারায়ণ, বুধাদিত্য সহ একাধিক শুভ যোগ তৈরি হবে। এই সময় চন্দ্র কন্যা রাশিতে থাকবেন আর গুরু বৃষে থাকবে। তারফলে গজকেশরী যোগ তৈরি হবে। এরফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৃষ
দীর্ঘদিন ধরে যে সমস্যায় আপনি জর্জরিত, সেই সমস্যা থেকে এবার মুক্তির পালা। কাজের দিক থেকে ধন সম্পত্তি সঞ্চয় হবে। মা লক্ষ্মীর কৃপায় আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। নতুন কোনও কাজ আরম্ভ করলে সাফল্য পাবেন। ব্যবসায় লাভ পাবেন। চাকরিতেও আসবে লাভ। সিনিয়র অফিসারদের থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার কাজের প্রশংসা পাবেন।
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার শুরু করতে পারেন। সুখ সুবিধা হু হু করে বাড়বে। কারোর থাকে ঋণ নেওয়া থাকলে, তা এবার পূরণ করতে পারবেন। জীবনে নানান খুশি আনন্দ আসবে। পরিবারে কোনও সমস্যা থাকলে, তা সমাপ্ত হবে। কর্মস্থলে যদি কোনও সমস্যা থাকে, তাহলে তা এবার মিটে যাবে। কোনও বড় দায়িত্ব কর্মস্থলে পেতে পারে। স্বাস্থ্যও আগের থেকে ভালোর দিকে যেতে পারে।