1 মিনিটে পড়ুন Updated: 29 Mar 2025, 11:00 AM ISTSritama Mitra
গতকাল শুক্রবার, ২৮ মার্চ সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট থেকে অমাবস্যা শুরু হয়ে গিয়েছে। দেখে নেওয়া যাক, আজ আর কতক্ষণ থাকবে এই তিথি।
আজ রয়েছে চৈত্র অমাবস্যা ২০২৫।
২০২৫ সালের চৈত্র অমাবস্যা পালিত হতে চলেছে আজ। ২৯ মার্চ শনিবার আজই পালিত হচ্ছে অমাবস্যা। এদিকে, শনিবার যেহেতু এই অমাবস্যা পালিত হচ্ছে, তাই এই অমাবস্যাকে চৈত্র অমাবস্যা বলা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই অমাবস্যার তিথি পড়েছে। এদিকে, এই চৈত্র অমাবস্যার তিথিতেই আজ রয়েছে সূর্যগ্রহণ। বছরের দ্বিতীয় গ্রহণ তথা আজ ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ রয়েছে। আগে দেখা যাক, এই চৈত্র অমাবস্যা আর কতক্ষণ থাকছে।
২০২৫ চৈত্র অমাবস্যা কতক্ষণ থাকছে?
গতকাল শুক্রবার ২৮ মার্চ সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিট থেকে অমাবস্যা শুরু হয়ে গিয়েছে। আর অমাবস্যা তিথি শেষ হবে আজ শনিবার। শনিবার, ২৯ মার্চ, বিকেল ৪ টে ২৭ মিনিটে শেষ হবে আজকের অমাবস্যার তিথি। প্রসঙ্গত, শুক্রবার থেকে তিথি পড়লেও, শনিবারই পালিত হচ্ছে অমাবস্যা। এদিকে, এই অমাবস্যার সময়কালের মধ্যেই আজ পড়ছে সূর্যগ্রহণ। কখন থেকে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ লাগবে, তা দেখা যাক।