বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ৬ জুন থেকে বুধের কৃপায় ভাগ্য খুলবে বহু রাশির। একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। বুধ, ৩০ দিন পর একটি থেকে আরেকটি রাশিতে সঞ্চরণ করতে চলেছেন। যার প্রভাব শেয়ার বাজার, অর্থ ব্যবস্থা সহ বহু সেক্টরে পড়ছে। রাজকুমার বুধ ৬ জুন নিজের রাশি বদল করতে চলেছেন। তারফলে কোন রাশি কী কী পাবে, জাতক জাতিকারা কী কী লাভ করবেন দেখে নিন।
মীন
এই সময় বিলাসিতার দিক থেকে নানান সুখ স্বাচ্ছন্দ্য পাবেন। আপনার রাশিতে গোচর হবে সুখ আর সম্পত্তির ভাবে। এই গোচরের ফলে পারিবারিক জীবন আগের থেকে খুবই ভালো থাকবে। সম্পর্কে মধুরতা বাড়বে। কোনও গাড়ি বা সম্পত্তি কেনার ইচ্ছা থাকলে তা এবার সম্পন্ন হতে পারে। কেরিয়ারের সঙ্গে জড়িত কোনও কোনও যোজনা আপনাকে লাভ দিতে পারে। কোনও অংশীদারির কাজের শুরু করতে পারেন। ভবিষ্যতে তা ফল দেবে।
( নিম্নচাপের চোখ রাঙানি! তেড়ে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়? রইল আবহাওয়ার পূর্বাভাস)
( জ্যৈষ্ঠ অমাবস্যা ২০২৫ এ ফলহারিণী কালীপুজোর দিনে দুর্লভ যোগ! কপাল খুলবে ৩ রাশির)
( পরমাণু অস্ত্র-শক্তিতে শান দিতে চাইছে পাকিস্তান? চিন থেকে কী মিলছে! পর্দাফাঁস করল US ইন্টেল রিপোর্ট)
সিংহ
বুধ গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে আয় আর লাভের স্থানে গোচর করতে চলেছেন। বুধ গ্রহ আপনার রাশিতে ধনস্থানের স্বামী। আপনি এই সময় আটকে থাকা টাকা হাতে পেতে পারেন। নতুন নতুন কাজের সন্ধান পাবেন। আয়ে হু হু করে বৃদ্ধির যোগ পাবেন। ব্যবসায়িক জীবনে আসবে সাফল্য। নতুন লেনদেনে পাবেন লাভ। নতুন নতুন লেনদেনে লাভ হবে। সুখ শান্তি তৈরি হবে। সম্পর্কে আসবে শক্তি, জোর। শেয়ার বাজার, সাট্টা, লটারির দিক থেকে পাবেন লাভ।
কন্যা
আপনার রাশিতে কর্মভাবে সঞ্চরণ করছেন বুধ। এই সময় আপনি আপনার কাজ আর ব্যবসার দিক থেকে পাবেন লাভ। কাজের দিক থেকে উন্নতি পাবেন। যাঁরা চাকরির খোঁজ করছেন তাঁরা পাবেন চাকরি। চাকরিরত জাতক জাতিকারা প্রশংসা পাবেন কাজের। অফিসে সিনিয়রদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য সময় ভালো কাটতে চলেছে। আয়ের বহু উৎস পাওয়া যাবে। বাবার সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)