
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয়ে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ পালিত হয়। এ সময় সকলে নিজের পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ ও শ্রাদ্ধ করেন। এ সময় পিণ্ডদান, শ্রাদ্ধ ও তর্পণ করলে পূর্ব পুরুষ সন্তুষ্ট হন। হিন্দু ধর্মে পিতৃ পুরুষদের দেবতুল্য মনে করা হয়। সনাতন ধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে। এমন কিছু কাজ আছে যা এ সময় করা উচিত নয়। তবে অজ্ঞানতাবশত আমরা সেই কাজ করে থাকি। এখানে জানুন পিতৃপক্ষের সময় কোন কাজ করা উচিত নয়--
১. জ্যোতিষীদের মতে, পিতৃপক্ষে কোনও শুভ কাজ করা উচিত নয়। এ সময় নতুন কাপড় বা কোনও নতুন জিনিস কেনা উচিত না।
২. পিতৃপক্ষকে পূর্বপুরুষদের সময় বলা হয়। এ সময় পুরুষদের চুল কাটতে নেই ও দাড়ি কামাতে নেই।
৩. শ্রাদ্ধকর্মের দিনে শরীরে তেল লাগাবেন না। এমনকি পারফিউম ব্যবহার করাও বর্জিত।
৪. জ্যোতিষীদের মতে, এ সময় সাত্বিক ভোজন করা উচিত।
৫. শ্রাদ্ধকর্মের দিনে পান খাবেন না বা অন্যের বাড়িতে খাবার খাবেন না।
৬. শ্রাদ্ধের সময় লোহার বাসনের ব্যবহার করবেন না। অন্য ধাতুর বাসন বা পাতা ব্যবহার করা যায়।
৭. পিণ্ডদানের সময় ব্রাহ্মণকে মাদুর বা কাঠের আসনে বসানো উচিত। লোহার আসনে বসাবেন না।
৮. পিতৃপক্ষের শেষ দিনে অর্থাৎ আশ্বিন মাসের অমাবস্যায় সমস্ত পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা যেতে পারে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports