মুকুট আর গয়না পরে টুকটুকে কনের সাজে সুদীপ্তা, পালন করলেন কী কী নিয়ম
- বিয়ের পিঁড়িতে বসলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। বিয়ের ছবি এখনও প্রকাশ্যে না এলেও মেহেন্দি থেকে গায়ে হলুদ, মেহেন্দি সব কিছুর ছবিই ভাগ করে নিলেন অভিনেত্রী নিজে। টুকটুক লাজে রাঙা কনের সাজে প্রতিটা অনুষ্ঠানে ধরা দিলেন অভিনেত্রী।