বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: এককালে ছিল ডাকাতদের পুজো, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই 'মানিকোড়া কালী'-র ইতিহাস কী?
Updated: 18 Oct 2022, 10:49 PM IST
লেখক Sritama Mitra
শোনা যায়, প্রায় ৩০০ বছর আগে পুনর্ভবা নদী পার করে জঙ্গলের ভিতর ঢুকত ডাকাতরা। এসে এই জায়গাতেই কালীর আরাধনা করত তারা। মালদার এই মানিকোড়া কালীপুজোর ইতিহাস বহু প্রাচীন। শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটা দুরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মানিকোড়া গ্রাম। সেখানে ৩০০ বছরের পুরনো এই পুজো ঘিরে আজও হয় ভক্ত সমাগম। শোনা যায়, ডাকাত দমনের পর এই পুজো এলাকার জমিদার ভৈরবেন্দ্র নারায়ণ রায়ের কাছে যায়। তিনি জঙ্গলের ভিতর দেবীর বেদী খুঁজে পান। পরবর্তীকালে গ্রামবাসীরা এই পুজোকে ধরে রেখেছেন। পুজোয় চক্ষু দান ও পাঁঠা বলির সময় দেবীর মুখ কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।