Updated: 16 Aug 2020, 07:19 AM IST
লেখক Ayan Das
আগেই লাল বলের ক্রিকেট থেকে অবসর হয়েছিলেন। ৭৪ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যায় সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও বিদায় নিলেন মহেন্দ্র সিং ধোনি। শেষবেলায় একেবারে নিজস্ব ভঙ্গিতে বললেন, '৭.২৯ মিনিট থেকে আমায় অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন'। একনজরে দেখে নিন ‘ক্যাপ্টেন কুল’-এর অধীনে ভারতের সেরা জয় -