Prasenjit Chatterjee Birthday: অন্য রকম জন্মদিন! সোনারপুরে খুদে বন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন প্রসেনজিৎ
৩০ সেপ্টেম্বর। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। আবার এই একই দিনে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'কাছের মানুষ'। সব মিলিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা। বিশেষ দিনে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ, ছবির প্রচার— দম ফেলার ফুরসৎ নেই তাঁর। তবে যাবতীয় ব্যস্ততা সামলেই শুক্রবার সকালে তিনি পৌঁছে গিয়েছিলেন সোনারপুরের একটি হোমে। এইচ আই ভি আক্রান্ত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে নিজের জন্মদিন পালন করলেন অভিনেতা। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন : http://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন : http://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন : http://www.instagram.com/htbangla/?hl=en #prasenjitchatterjee #prasenjitchatterjeebirthday #tollywoodactor