Updated: 21 Feb 2025, 08:06 PM IST
Laxmishree Banerjee
শেষ ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। সে বছর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধবিরতি ঘোষণা করে। সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। কিন্তু গত কয়েকদিন ধরেই সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠে আসছে পাকিস্তানের বিরুদ্ধে। তাই এবার ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি, শুক্রবার আরও একবার ফ্ল্যাগ মিটিং করল ভারত ও পাকিস্তান। এই মিটিংয়ে, গত কয়েকদিন ধরে এলওসি-তে পাক সেনার গুলিবর্ষণের ফলে সৃষ্ট উত্তেজনা হ্রাস, উভয় পক্ষের নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার এলওসি-তে অনুষ্ঠিত এই মিটিং প্রায় ৭৫ মিনিট স্থায়ী হয়েছিল।