বাংলা নিউজ >
দেখতেই হবে >
Video: পয়গম্বর বিতর্কে হিংসায় ঘটনায় প্রয়াগরাজে অভিযুক্তের বাড়িতে বুলডোজার!
Updated: 12 Jun 2022, 08:10 PM IST
লেখক Sritama Mitra
পয়গম্বরকে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্... more
পয়গম্বরকে নিয়ে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার মন্তব্য-বিতর্কের রেশ কার্যত থামছেই না। উত্তরপ্রদেশে একাধিক জায়গায় শুক্রবার নতুন করে হিংসার ছবি দেখা যায়। তারপরই হিংসায় অভিযুক্তদের গ্রেফতার করে যোগী আদিত্যনাথের প্রশাসন। সেই ঘটনায় উঠে আসে মূল অভিযুক্ত জাভেদ মহম্মদের নাম। এই জাভেদ মহম্মদের বাড়ি অবৈধভাবে নির্মাণ হয়েছে এমন অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে জাভেদ মহম্মদের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার পদক্ষেপ হয়। বাড়ি ভাঙার আগে সেখান থেকে একাধিক জিনিস উদ্ধার হয়েছে। উঠে এসেছে কিছু স্লোগান লেখা পোস্টার। এছাড়াও কিছু পতাকা উদ্ধার হয়েছে।