প্রতি বছর ধুমধাম করে কালীপুজো হয় জলপাইগুড়ির গোশালা মোড়ের দেবী চৌধুরাণী মন্দিরে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে এই মন্দিরের উল্লেখ আছে। কথিত আছে, দেবী চৌধুরাণী ও ভবানী পাঠকের দল এখানে আত্মগোপন করত। সেই পুজোর কাহিনি তুলে ধরলেন জলপাইগুড়ির বাসিন্দা সোনালী সিং। বিস্তারিত দেখুন ভিডিয়োয়-