Updated: 30 Oct 2024, 04:58 PM IST
Laxmishree Banerjee
অজস্র ভক্তের আদরে, আজও পূজিত হন জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির লাল মন্দিরের মা কালী। শোনা যায়, ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী, বর্তমান বেলাকোবা অঞ্চলের শিকারপুর জঙ্গলের মন্দির এই মূর্তির পুজো করতেন। পরবর্তীকালে রাজবাড়ি অষ্ট ধাতুর তৈরি এই মূর্তি লাল মন্দিরে প্রতিষ্ঠা করেন। মায়ের পুজো বড় করে হয় বছরে তিনবার, আষাঢ় মাস, মহালয়া ও দীপান্বিতা কালীপুজোয়। এছাড়াও দৈনন্দিন পুজোও করা হয় মাকে। প্রত্যেক অমাবস্যায় অন্ন ভোগের সঙ্গে পাঁচ রকম মাছ এবং মাংস নিবেদন করা হয় দেবীকে।