বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোট ব্যস্ততার মাঝে খাস্তা কচুরি, সিঙ্গারায় মন দিলেন বাবুল! কর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে চলল ব্রেকফাস্ট
Updated: 12 Apr 2022, 09:36 PM IST
লেখক Sritama Mitra
বালিগঞ্জ উপনির্বাচনের ভোটগ্রহণ ঘিরে মঙ্গলবার তাঁর ... more
বালিগঞ্জ উপনির্বাচনের ভোটগ্রহণ ঘিরে মঙ্গলবার তাঁর ভাগ্য পরীক্ষা। তবে ভোট নিয়ে সকাল থেকে বিভিন্ন গতিবিধির মাঝে কর্মীদের সঙ্গে খোশ মেজাজে ব্রেকফাস্টও সেরে ফেললেন বাবুল। তৃণমূল প্রার্থীকে এদিন খাস্তা কচুরি থেকে সিঙ্গারার রসনায় 'মন দিতে' দেখা গেল! দেশপ্রিয় পার্কে নির্বাচনী কার্যালয়ে কর্মীদের সঙ্গে বসেই চলল ব্রেকফাস্ট পর্ব। এর আগে, বাবুল সুপ্রিয় কে সাউথ পয়েন্ট স্কুল ভোটকেন্দ্রে ঢুকতে বাধা সেন্ট্রাল ফোর্স। বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করে কমিশন।