শনি ও সূর্যের যুতিতে তৈরি ত্রিগ্রহীযোগের ফলে ৩ টি রাশিতে বিশেষ প্রভাব পড়তে শুরু করবে। এই তিন রাশিতে ধন সম্পত্তি, প্রাচুর্য, অর্থ, চাকরি থেকে শিক্ষা সমস্ত দিকেই শুভ প্রভাব দেখা যাবে। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশির ওপর শুভ প্রভাব পড়তে শুরু করবে।