
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হাতে আর সময় নেই, ২৪ ফেব্রুয়ারি, সোমবার রয়েছে অনন্য়া-সুকান্তের বাগদান অনুষ্ঠান। বেশ ঘটা করেই আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের। তবে তার আগে গোলপার্কের কাছে এক নামী রেস্তোরাঁয় আইবুড়ো ভাত খেতে পৌঁছে গিয়েছিলেন অনন্য়া গুহ ও সুকান্ত কুণ্ডু। ঘটা করে সেই আইবুড়ো ভাতও নিজের ফেসবুক ভ্লগে পোস্ট করেছেন অভিনেত্রী। কী আছে সেই ভিডিয়োতে? সেখানে দেখা যাচ্ছে, রেস্তোরাঁর এক বিশাল টেবিলে একাধিক থালায় সাজানো বিভিন্ন বাঙালি খাবার। আর অনন্যা-সুকান্ত মধ্যমণি হয়ে বসে রয়েছেন। অনন্যার পরনে সবুজ রঙের শাড়ি ও স্লিভলেজ ব্লাউজ, মাথায় টোপর আর গলায় মালা। অন্যদিকে রং মিলান্তি করে সবুজ রঙের পাঞ্জাবি পরেছিলেন সুকান্ত। তাঁর মাথাতেও বরের টোপর ও গলায় মালা। তবে তাঁদের এভাবে সাজিয়ে দেওয়ার জন্য সুকান্তকে মজা করে বলতে শোনা যায়, ‘সেজে এসেছিলাম নরম্যাল মানুষ, এসে হয়ে গেলাম বর-বউ। ট্রায়াল হচ্ছে মনে হচ্ছে আমাদের, যে কেমন লাগতে পারে!’ এদিকে এসব অনুষ্ঠান যখন চলছিল তখন ওই রেস্তোরাঁয় বাজছিল, পুরনো দিনের উত্তম-সুচিত্রার ছবির গান। এরপর অনন্য়া ও সুকান্তকে উলুধ্বনি দিয়ে বরণ করে নিতে দেখা যায় পরিবারের লোকজনকে। একে একে দুই পরিবারের সকলের বরণ শেষে হল কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া। কিন্তু কী ছিল মেনুতে?
6.88% Weekly Cashback on 2025 IPL Sports