রথ চলছে মোবাইলের ব্লু টুথ সংযোগে। গোটা রথই 'রোবোটিক'। প্রযুক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে গুজরাতে দেখা গেল এক অভিনব রথযাত্রা। জগন্নাথদেব, সুভদ্রা দেবী, বলভদ্রদেব চড়লেন এমন রথে। গুজরাতের জয় মাকওয়ানা বানিয়েছেন এমন অভিনব রথ। রথে নেই রশি। ফলে রশি ধরার পূণ্য অর্জন হয়তো হবে না এই রোবোটিক রথে। তবে দেখা যাবে অভিনব উদ্যোগ।
পশ্চিমবঙ্গে বন্দে ভারত স্লিপার ট্রেনের উৎপাদনের কাজে রোবট ব্যবহার করা হবে। একটা বড় অংশের কাজ রোবটের সাহায্য করা হবে। কবে থেকে উৎপাদন শুরু হবে? কবে বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রোটোটাইপ আসবে? তা দেখে নিন।