অভিনেত্রী অদিতি পোহানকর ইতিমধ্যেই তাঁর অভিনয়ের মধ্যমে দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। ববি দেওল খ্যাত ওয়েব সিরিজ 'আশ্রম'-এ অদিতিকে দেখেছেন দর্শকরা। এক সাক্ষাৎকারে, নায়িকা জানান, একবার লোকাল ট্রেনে একজন স্কুল পড়ুয়া ছাত্র তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছিল।