পশ্চিমবঙ্গে বাড়ছে ফিসিং স্ক্যামের (প্রতারণা) সংখ্যা। এ বিষয়ে সতর্ক করল রাজ্য পুলিশ। টুইটারে সতর্ক করে পোস্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে। সেখানে বলা হয়েছে, #ফিশিংয়ের কবলে পড়বেন না! সন্দেহজনক মেল আইডি থেকে সাবধান। এগুলিতে ক্লিক করার আগে যাচাই করুন। এই লিঙ্কগুলি ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। সেখানে আপনার লগইন ক্রেডেনশিয়াল বা আর্থিক তথ্য ম্যানিপুলেট করা হতে পারে!সেই সঙ্গে মিমের আকারে চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ছবি ব্যবহার করা হয়েছে। তলায় তাঁর বিখ্যাত উক্তি, ‘ভাবো, ভাবা প্রাকটিস করো।’দেখুন সেই টুইট : কীভাবে ফিসিংয়ের মাধ্যমে টার্গেট করা হচ্ছে?ইমেলের মাধ্যমে এই ধরণের ফিসিং আক্রমণ করা হয়। নকল ওয়েবসাইট বানায় প্রতারকরা। সেই লিঙ্কে ক্লিক করে অনেকে লগ-ইন বা ভুয়ো অ্যাপ ডাউনলোড করছে। তার ফলেই লগইন ক্রেডেনশিয়াল হাতিয়ে নেওয়া হয়। সেই সঙ্গে ভুয়ো অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তির স্মার্টফোনের সমস্ত কার্যাবলী প্রতারকদের হাতে এসে যায়।ফিসিংয়ের থেকে বাঁচবেন কী করে?>>> ইমেল থেকে কোনও ওয়েবসাইটের লিঙ্ক খুলবেন না।>>> এর বদলে সার্চবারে ম্যানুয়ালি টাইপ করে খুলুন।>>> কোনও স্থানে লগ ইন করার আগে বারবার সঠিক URL কিনা তা যাচাই করে নিন।>>> লগ ইন করার ক্ষেত্রে সেই ওয়েবসাইটের অফিসিয়াল অ্যাপ থেকে করাই শ্রেয়। >>> বিশেষত আর্থিক অ্যাপের ক্ষেত্রে আরও বেশি সাবধানতা অবলম্বন করুন। >>> অজানা কোনও অ্যাপ ডাউনলোড করবেন না।