Vodafone Idea recharge plans: দুটি নয়া ডেটাপ্যাক চালু করল ভোডাফোন আইডিয়া- ভোডাফোন আইডিয়ার নয়া 'সুপার হাওয়ার' এবং 'সুপার ডে' ডেটাপ্যাক। সেই দুটি ডেটাপ্যাকের মাধ্যমে সস্তায় ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
দুটি নয়া ডেটাপ্যাক চালু করল ভোডাফোন আইডিয়া। (ছবিটি প্রতীকী)
ডেটা ব্যবহারের সর্বোচ্চসীমা পেরিয়ে গিয়েছে? কিন্তু ইন্টারনেট ছাড়া তো চলবে না। সেই পরিস্থিতিতে বেশি টাকা রিচার্জ না করে সস্তার ডেটা প্যাক চালু করল ভোডাফোন আইডিয়া। আপাতত দুটি প্রিপেড প্যাক চালু করা হয়েছে। যে দুটি প্রিপেড প্ল্যানের মাধ্যমে কম টাকা দিয়েই কয়েক ঘণ্টা হাইস্পিড ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। ভোডাফোন-আইডিয়ার তরফে দাবি করা হয়েছে, টেলিকম সংস্থা যে দুটি প্যাক এনেছে, তাতে কিশোর-কিশোরী এবং যুবক-যুবতীরা উপকৃত হবে। যাঁরা বিভিন্ন কাজে প্রচুর ডেটা ব্যবহার করে থাকেন। ফলে নির্দিষ্ট সময়ের আগেই দিনে সর্বোচ্চ ডেটা ব্যবহারের কোটা শেষ করে ফেলেন।
ভোডাফোন আইডিয়ার নয়া 'সুপার হাওয়ার' এবং 'সুপার ডে' ডেটাপ্যাক
টেলিকম সংস্থা ভোডাফোন আইডিয়ার নয়া 'সুপার হাওয়ার' ডেটাপ্যাকে খরচ পড়বে ২৪ টাকা। সেই ডেটাপ্যাকের ভ্যালিডিটি হল ৬০ মিনিটের। অর্থাৎ এক ঘণ্টার বাড়তি ডেটাপ্যাকের জন্য ২৪ টাকা খরচ পড়বে। সেইসময় আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বিষয়টি আরও সহজ করে বলতে গেলে নয়া ‘সুপার হাওয়ার’-র আওতায় ২৪ টাকা দিয়ে এক ঘণ্টা যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা।
অন্যদিকে, 'সুপার ডে' ডেটাপ্যাকের ভ্যালিডিটি হল ২৪ ঘণ্টা বা একদিন। ৪৯ টাকা দিয়ে সেই ডেটাপ্যাক ব্যবহার করতে পারবেন ভোডাফোন আইডিয়ার গ্রাহকরা। তাতে দিনে ছয় জিবি (6GB) ডেটা মিলবে। তবে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ভোডাফোন আইডিয়ার নয়া 'সুপার হাওয়ার' এবং 'সুপার ডে' ডেটাপ্যাকের ক্ষেত্রে ভয়েস কলিং, এসএমএস অথবা বাড়তি কোনও সুযোগ-সুবিধা মিলবে বলে জানিয়েছে ভোডাফোন আইডিয়া কর্তৃপক্ষ।