সাইবার সেলে প্রতিদিন ব্যাঙ্কিং বা ডিজিটাল পেমেন্ট সংক্রান্ত হাজারো জালিয়াতির অভিযোগ নথিভুক্ত হয়। এক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে ভারত জুড়ে অনলাইন ব্যাঙ্কিং জালিয়াতির ৪.৮ হাজারেরও বেশি ঘটনা ঘটেছে।
ফাইল ছবি: শাটারস্টক
যত দিন যাচ্ছে সাইবার প্রতারণার ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ফলে ইন্টারনেট ও টাকা পয়সার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়েই আরও বেশি করে সচেতন থাকা প্রয়োজন।
সম্প্রতি এক নতুন ধরনের প্রতারণা এসেছে বাজারে। বিশেষত HDFC ব্যাঙ্কের গ্রাহকদের এই ফাঁদে ফেলছে প্রতারকরা। ফলে আপনিও যদি HDFC ব্যাঙ্কের গ্রাহক হন, তবে এই খবর আপনার জন্য।
HDFC ব্যাঙ্কের গ্রাহকদের, একেবারে ব্যাঙ্কের কায়দাতেই SMS লিখে পাঠাচ্ছে এই প্রতারকরা। তার মধ্যেই দিয়ে দেওয়া হচ্ছে একটি লিঙ্ক। বলা হচ্ছে, 'এই লিঙ্কে ক্লিক করে এখনই KYC আপডেট করে নিন।' অনেকেই এটি ব্যাঙ্কের থেকে পাঠানো SMS ভেবে ক্লিক করছেন। আর তাতেই বড় কেলেঙ্কারির শিকার হচ্ছেন তাঁরা।
এই বিষয়ে HDFC-র এর গ্রাহক টুইটারে তাঁর কাছে আসা মেসেজের ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, তাঁর কাছে আসা মেসেজে লেখা, 'HDFC গ্রাহক, আজ থেকে আপনার HDFC নেট ব্যাঙ্কিং স্থগিত করে দেওয়া হবে।