বাংলা নিউজ > টেকটক > Realme Narzo 30 5G: সাধ্যের মধ্যে 5G, স্পেসিফিকেশনও ভালো, জানুন বিশদে
Realme Narzo 30 5G Launch: বৃহস্পতিবার, ২৪ জুন লঞ্চ হল Realme Narzo 30 5G। অন্যান্য সংস্থার মতোই ভবিষ্যতের কথা মাথায় রেখে ধীরে ধীর 5G স্মার্টফোনে বাজারে প্রবেশ করছে রিয়েলমি।
এদিন একইসঙ্গে Realme Narzo 30 লঞ্চ হয়। নামের মধ্যে শুধু '5G' শব্দটার পার্থক্য থাকলেও দুটি স্মার্টফোনের মধ্যে আরও কিছু Specification-এ পার্থক্য রয়েছে। বেশ কিছু স্পেসিফিকেশনে সাধারণ ভার্সানের তুলনায় এগিয়ে এই 5G ভার্সন।