এই পরিষেবার মাধ্যমে বাড়ির দোরগোড়ায় নিয়মিত বাড়ির মতো রান্না করা খাবার পাওয়া যাবে। মেনু সাজানোর দায়িত্বে কোনও বড় শেফ বা রাঁধুনি ছিলেন না। বরং বাড়িতে রান্না করেন, এমন অভিজ্ঞদের পরামর্শ মতোই মেনু সাজানো হয়েছে। সংস্থা আশাবাদী, এর ফলে গ্রাহকদের বাড়ির খাবারের স্বাদ পৌঁছে দেওয়া যাবে।