
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে নগদ টাকা তোলার প্রস্তাব দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সেক্ষেত্রে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেসের (ইউপিআই) মাধ্যমে এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
কীভাবে টাকা তোলা যাবে?
ডেবিট কার্ড ছাড়া এটিএম থেকে কীভাবে টাকা তোলা যাবে, তা নিয়ে কোনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে সম্ভাব্য প্রক্রিয়ার দুটি বিকল্প ব্যাখ্যা করেছেন Accenture ইন্ডিয়ার ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান সোনালি কুলকার্নি। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের 'লাইভ মিন্ট'-র প্রতিনিধি সঙ্গীতা ওঝাকে জানিয়েছেন তিনি।
কীভাবে ডেবিট কার্ড ছাড়াই এটিএম থেকে নগদ টাকা তুলতে পারবেন?
প্রথম বিকল্প
১) এটিএম মেশিনে বিভিন্ন তথ্য দিতে হবে গ্রাহককে।
২) QR code দেবে এটিএম মেশিন।
৩) UPI অ্যাপ ব্যবহার করে QR code স্ক্যান করবেন গ্রাহক। যা গ্রাহকের আবেদন মঞ্জুর করবে।
৪) তারপর এটিএম থেকে নগদ নিতে পারবেন গ্রাহক।
দ্বিতীয় বিকল্প (টাচস্ক্রিন এটিএম)
১) UPI আইডি লিখতে হবে। কত টাকা তুলবেন, সেটাও এটিএমে লিখতে হবে।
২) যে ফোনে UPI অ্যাপ আছে, সেই একটি ‘রিকোয়েস্ট’ যাবে। UPI পাসওয়ার্ড ব্যবহার করে লেনদেনে অনুমতি দিন।
৩) সেই প্রক্রিয়া সফল হলে এটিএম থেকে নগদ টাকা বেরিয়ে আসবে।
এমনিতে কার্ড ছাড়া ব্যাঙ্ক এবং এটিএম থেকে অর্থ তোলার বিষয়টা নতুন নয়। আপাতত দেশের হাতেগোনা কয়েকটি ব্যাঙ্কে সেই পরিষেবা মেলে। যে ব্যাঙ্কগুলি সেই পরিষেবা দেয়, সেই ব্যাঙ্কের এটিএম থেকেই কার্ড ছাড়া নগদ অর্থ তোলা যায়। যা আগামিদিনে দেশের সব ব্যাঙ্কেই চালু করা হবে।
তারইমধ্যে চলতি মাসের শুরুতে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হযেছে, কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার ব্যবস্থা চালু হলে ক্লোনিংয়ের মতো অপরাধ কমবে। রাশ টানা যাবে জালিয়াতির ঘটনায়। দেশের সব ব্যাঙ্ক এবং এটিএমে কার্ড ছাড়াই নগদ অর্থ তোলার বিষয়টি জনপ্রিয় করে তোলার জন্য ইউপিআইয়ের মাধ্যমে গ্রাহকদের অনুমোদন প্রক্রিয়া শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটিএম নেটওয়ার্কের মাধ্যমে সেই লেনদেন হবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports