ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন? কিন্তু দামের বিষয়ে কিছুটা চিন্তিত? সেক্ষেত্রে জানিয়ে রাখি, দেশের অন্যতম জনপ্রিয় ই-স্কুটার Ather 450X-এর দাম কমেছে। একটু-আধটু নয়। এক ধাক্কায় ১৫ হাজার টাকা দাম কমেছে Ather 450X-এর।
আগে জানুন কেন দাম কমল:

সম্প্রতি, কেন্দ্রের ভারী শিল্প দফতর (DHI) বৈদ্যুতিক দু'চাকার যান উত্পাদনের সরকারি ভর্তুকির (FAME II) নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। গত সপ্তাহে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বৈদ্যুতিক দ্বি-চাকার গাড়ির উত্পাদনে সংস্থাগুলিকে শর্তসাপেক্ষে বেশি ভর্তুকি দেওয়ার কথা বলা হয়।
সেই শর্তাবলীতে পাশ করেছে Ather 450X । আর সেই কারণেই এক ধাক্কায় দাম কমানো হয়েছে এই ই-স্কুটারের।
Ather 450X-এর নতুন দাম :
এতদিন পর্যন্ত, Ather 450X-এর দাম ছিল ১,৪৬,৯২৬ টাকা(এক্স-শোরুম, দিল্লি)।
এখন বাড়তি ভর্তুকির কারণে দাম কমানো হচ্ছে বলে ঘোষণা করেছে Ather Energy । এখন Ather 450X-এর দাম ১,৩২,৪২৬ লক্ষ টাকা(এক্স-শোরুম, দিল্লি)।
Ather 450X ইলেকট্রিক স্কুটারটি কেমন? (Ather 450X Specifications)
- Ather 450X-এ 2.9 Kwh ব্যাটারি প্যাক রয়েছে। স্কুটারটিতে ব্যবহৃত বৈদ্যুতিক মোটর 6kW পাওয়ার এবং 26Nm টর্ক জেনারেট করে।
- 0 থেকে 40 KM/hr : 3.41 Second
- টপ স্পিড : 80 KM/hr
- রেঞ্জ : এক চার্জেই Ather 450X ১১৬ কিলোমিটার চলবে বলে জানিয়েছে সংস্থা।