শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন ধরেই জল্পনা ছিলই। এবার সেই জল্পনাতেই কার্যত অফিসিয়াল শিলমোহর পড়ল বলা চলে। আগামী মরশুমে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলতে ত্রিপুরার হয়ে চুক্তিবদ্ধ হলেন ভারতীয় সিনিয়র টেস্ট দলের উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। মাত্র কয়েকদিন আগেই ইডেনে এসে নিজের এনওসিও নিয়ে গিয়েছিলেন ময়দানের আদরের পাপালি। তার পড়ে আজ অর্থাৎ শুক্রবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে আগামী মরশুমে খেলার বিষয়ে চুক্তিটা সেরেই ফেললেন ঋদ্ধিমান। বিষয়টি এক সাংবাদিক সম্মেলন করে নিশ্চিত করা হয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফেও।
প্রসঙ্গত বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে তার দূরত্ব বেড়েছিল বেশ কয়েকদিন আগেই। বাংলার প্রতি ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে সিএবির এক কর্তা দেশের হয়ে ৪০টি টেস্ট খেলা একজন ক্রিকেটারকে যেভাবে অপমান করার চেষ্টা করেছেন তা একেবারেই ভালোভাবে নেননি তিনি। ফলে তখনই বাংলা ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। উল্লেখ্য চলতি বছরে ঋদ্ধিমান সাহা বিভিন্ন কারণে থেকেছেন সংবাদ শিরোনামে। সদ্য শেষ হওয়া আইপিএলে গুজরাট টাইটানস দলের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন অনবদ্য পারফরম্যান্স। তবে তার আগে তার নাম জড়িয়েছে নানা বিতর্কে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।