1 মিনিটে পড়ুন Updated: 22 Mar 2023, 12:51 AM ISTAbhisake Koley
Women's Premier League Points Table: উত্তেজনা জিইয়ে থাকে শেষ মুহূর্ত পর্যন্ত। লিগের শেষ ম্যাচ পর্যন্ত চলে পয়েন্ট টেবিলে সাপ-লুডোর খেলা। চোখ রাখুন চূড়ান্ত পয়েন্ট টেবিলে।
লিগের একেবারে শেষ ম্যাচে নির্ধারিত হল চূড়ান্ত ক্রমতালিকা। কারা লিগ চ্যাম্পিয়ন হবে, তা টের পাওয়া যায়নি আগে থেকে। উত্তেজনা জিইয়ে থাকে শেষ পর্যন্ত। বোঝাই যাচ্ছে যে, চলতি উইমেন্স প্রিমিয়র লিগে লড়াই জমে ওঠে কতটা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাট জায়ান্টস যে টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছে, তা স্থির হয়ে যায় সোমবার। মঙ্গলবার প্রথম ম্যাচে মুম্বই পরাজিত করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে এবং লিগ টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করে। পরে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস হারিয়ে দেয় ইউপি ওয়ারিয়র্জকে। ফলে তারা পুনরায় মুম্বইকে টপকে এক নম্বরে উঠে আসে।
সুতরাং লিগ টেবিলের ১ নম্বরে থেকে সরাসরি ফাইনালের টিকিট হাতে পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস। মুম্বই ইন্ডিয়ান্স লিগের অভিযান শেষ করে দ্বিতীয় স্থানে থেকে। তাদের এবার এলিমিনেটরের লড়াইয়ে নামতে হবে তৃতীয় স্থানে থাকা ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে। অথচ শুরু থেকেই মুম্বই ইন্ডিয়ান্স একতরফা দাপট দেখিয়ে আসে লিগ টেবিলে। দিল্লি টেক্কা দেয় কার্যত শেষ বেলায়।
দিল্লি ও মুম্বই, উভয় দলই নিজেদের ৮টির মধ্যে ৬টি করে ম্যাচে জয় তুলে নেয়। পরাজিত হয় ২টি করে ম্যাচে। দু'দলের পয়েন্ট সংখ্যা দাঁড়ায় ১২। তবে নেট রান-রেটে এগিয়ে থাকে ক্যাপিটালস। অন্যদিকে ইউপি ওয়ারিয়র্জ ৮টি ম্যাচের মধ্যে ৪টি জেতে ও ৪টি হারে। তারা সাকুল্যে ৮ পয়েন্ট সংগ্রহ করে। আরসিবি ও গুজরাট জেতে মাত্র ২টি করে ম্য়াচ। তারা উদ্বোধনী মরশুমে ৬টি করে ম্যাচে পরাজিত হয়।
ফাইনাল: দিল্লি ক্যাপিটালস বনাম এলিমিনেটরের জয়ী দল (২৬ মার্চ, রবিবার)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।