ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকাদের মধ্যে সব থেকে হুল্লোড় পছন্দ করেন কে? এমন প্রশ্নের উত্তরে প্রথমেই সামনে আসবে জেমিমা রডরিগেজের নাম। ছেলেদের দলে যেমন যুজবেন্দ্র চাহালকে দেখা যায় সারাক্ষণ সতীর্থদের সঙ্গ খুনসুটি করতে, মেয়েদের দলে ঠিক তেমনই সাজঘর মাতিয়ে রাখতে জেমিমার জুড়ি নেই।
এহেন জেমিমা যেখানে থাকবেন, হুল্লোড় হবে না তা আবার হয় নাকি! প্রত্যাশা মতোই দিল্লি ক্যাপিটালস শিবিরে সতীর্থদের নিয়ে নাচে-গানে আসর মাতাতে দেখা গেল জেমিমাকে। নিজে নাচলেন-গাইলেন। সঙ্গে নাচালেন রাধা যাদব, তারা নরিসদেরও। এমনকি হোটেলের মহিলা কর্মিদেরও নাচিয়ে ছাড়েন জেমিমা।
গত সোমবার উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে পরাজিত করে দিল্লি ক্যাপিটালস। তারা টুর্নামেন্টে নিজেদের ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জয় তুলে নিয়েছে। দিল্লির পরবর্তী ম্য়াচ বৃহস্পতিবার গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে।
আরও পড়ুন:- ভাইরাল তামিল গানে ক্রিকেটের তড়কা, নাচের তালে ওপেনার বনাম ফিনিশারের লড়াই গাভাসকর-কার্তিকের: ভিডিয়ো
একে তো দল লিগ টেবিলে ভালো জায়গায় রয়েছে। তার উপর জেমিমা নিজেও মন্দ খেলছেন না টুর্নামেন্টে। সুতরাং, দিল্লি শিবিরের হুল্লোড়টা বাড়তি মাত্রা পায় এক্ষেত্রে। বলা বাহুল্য মাঠের লড়াইয়ে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন মেগ ল্যানিং। তবে মাঠের বাইরে মজা-মস্তিতে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন জেমিমা।
আরও পড়ুন:- IND vs AUS: মুম্বইয়ে খেলা প্রথম ODI, অথচ রোহিত নেই, কেন খেলবেন না হিটম্যান, অবশেষে জানা গেল আসল কারণ